সাটুরিয়ায় পাকা সড়কের উপর ইটের সড়ক

মোহাম্মদ হাসান
ফয়জী : পাকা সড়কের উপর নতুন করে ইটের সড়ক নির্মাণ করা হচ্ছে সাটুরিয়া- গোলড়া সড়কে।
সম্প্রতি অতিবৃষ্টিতে ঐ সড়কটি খানা খন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়লে সড়ক ও জনপথ বিভাগ
ঈট বিছিয়ে পূর্ণ সংস্কার করা হচ্ছে।
রবিবার বিকালে
সাটুরিয়া- গোলড়া সড়ক গিয়ে দেখা যায় নির্মাণ শ্রমিকরা পাকা সড়কের মধ্যে বড় র্তে ইট
বিছাচ্ছেন নুতন ইটের সড়কের মত। এমন দৃশ্য দেখে ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের সেলিম
মিয়া বলেন জীবনে কোন দিন ভাবিনী পাকা সড়কের উপর ইটের সড়ক নির্মাণ করবে।
ইটের সড়ক নির্মাণ
মানে এমন প্রশ্নের উত্তরে সেলিম মিয়া জানান, কোন নতুন
ইট সেলিং এর কাজ করলে যে ভাবে ইট সারিবদ্ধভাবে সাজিয়ে সড়ক নির্মাণ করা হয়। ঠিক সেইভাবে এই পাকা সড়কে ইট বসানো হচ্ছে।
সাটুরিয়া- গোলড়া
১১ কিলোমিটার সড়কের ভিবিন্ন স্থানে গেল বছরের বন্যায় দু পাশ দেভে যায় এবং বড় বড় গর্ত
সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরে তা কোন রকম কার্পেটিং করে কর্তৃপক্ষ। পরে রমজান
মাসে আবরও
ইট বসানো হয় রাস্তায়। কিন্ত জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি গ্রস্ত সড়ক
২য় বারের মত
ইট দিয়ে জোড়া তালি দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সাটুরিয়া
উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ বসি উদ্দিন ঠান্ডু জানান, এ সড়ক টি বরতমানে
সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ঈদের আগে সড়ক ও জনপথ বিভাগ ১২ লক্ষ টাকা দিয়ে
ইট
বিছানো হয়। কিন্তু গত দুই সপ্তাহের বৃষ্টিতে তা আবার নষ্ট হয়ে গেছে। জেলার সমন্নয় সভায়
এ সড়কটি পূর্ণসংস্কার করার জন্য আমি মৌখিক ভাবে বলেছি।
এ ব্যাপারে মানিকগঞ্জ
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল হক জানান, সাটুরিয়া-গোলড়া সড়কটি পূর্ণ
সংস্কারের জন্য  ৩০ কোটি টাকা চেয়ে প্রকল্প
পাঠানো হয়েছে। ঢাকা জেলা সড়ক উন্নয়ণ বিভাগ থেকে এ কাজ বাস্তবায়ন করা হবে। একনেকে পাশ
হলেই এ সড়কের কাজ শুরু হবে। 

এ সড়ক নির্মাণের পর থেকে সবচেয়ে বড় বাজেটের পূর্ণ নির্মাণ
কাজ শুরু হবে বলে আপাতত কোন রকম ঈট বিছানো হচ্ছে। 
 

মানিকগঞ্জ২৪/
হা. ফ/ ২৩ জুলাই/ ২০১৭ ইং।
আরো পড়ুুন