মানিকগঞ্জ২৪ প্রতিনিধি ॥ দেশের উন্নয়নে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ কে পূনরায় নির্বাচিত করার আহবান করলেন এ, এম নাঈমুর রহমান দুর্জয়।
তিনি মঙ্গলবার দুপরে দৌলতপুর উপজেলার বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের সাড়ে ৭ হাজার দুস্থ্যদের মাঝে শেখ হাসিনার বিশেষ বরাদ্ধকৃত ভিজিএফ এর চাল বিতরণের সময় এ কথা গুলি বলেন।
এ সময় তিনি বলেন দেশ কে উন্নয়নের মহাসড়কে ধরে রাখার জন্য শেখ হাসিনা কেই পূনরায় প্রধান মন্ত্রী করতে হবে। তিনি মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাই এই বন্যা কবলিত মানুষদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আপনাদের জন্য চাল বরাদ্ধ দিয়েছেন।
বাঘুটিয়া ও বাচামারা ইউনিয়ন দুটিতে ভিজিএফ চাউল বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা। বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, বাচামারা ইউপি চেয়ারম্যান মোঃ আঃ লতিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক এম, এ আকাশ প্রমুখ।
মোহাম্মদ হাসান ফয়জী/ মানিকগঞ্জ২৪/ ১৮ জুলাই/ ২০১৭।