শত শত বছরের প্রাচীন বেউথা খেয়াঘাটের শেষ স্মৃতিচিহ্ণ

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু:

গত
বর্ষায় কালীগংগা নদীর বেউথা ঘাট থেকে ছবিটি তুলেছিলেন মানিকগঞ্জে । এমন ছবি নিশ্চই
আরও অনেকের সংগ্রহে আছে। তবুও আমার কাছে এই ছবির,এমন ছবির মূল্য অসীম,এই
ছবি একটি বিলুপ্ত খেয়াঘাটের ইতিহাসের অংশ। শত শত বছরের প্রাচীন বেউথা
খেয়াঘাটের শেষ স্মৃতিচিহ্ণ।
কালীগংগা নদীর বেউথা ঘাটে এখন কংক্রিটের
বিশাল সেতু হয়েছে। উঠে গেছে বেউথা খেয়াঘাট। এই বর্ষায় শ’শ মানুষ আর
যানবাহনে দিনরাত ব্যস্ত বেউথা ব্রিজ।
আর কোনদিন,কেউ,এই বাঁশের চাতালে পা ফেলে উঠবে না খেয়ায়,পার হবে না এই নদীজল।
[[[ শখের ফটোগ্রাফি,গতবর্ষায় তোলা।

দ্বিতীয় ছবিটি ( যাত্রীসহ) রতন ভাই রাত পৌনে ১১টায় ইনবক্সে
পাঠিয়েছেন,তৃতীয় ছবিটি রাত ১২টায় পাঠিয়েছে বন্ধু আবু মোঃ ইছা, যা পরে যুক্ত
করলাম ]]]

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু ভাইয়ের ওয়াল থেকে নেওয়া।

আরো পড়ুুন