ইচ্ছে থাকলে উপায় হয় প্রমাণ করল মুন্সিচর গ্রামবাসী

ইচ্ছে থাকলে উপায় হয় প্রমাণ করলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের মুন্সিচড় গ্রামবাসী। গত কয়েক দিনের অতি বৃষ্টিতে ভাটারা – মুন্সিচড় কাচা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কোন সাহায্য সহযোগীতার দিকে না তাকিয়ে গ্রামবাসী মঙ্গলবার বিকালে (১৮) জুলাই স্বেচ্ছা শ্রম দিয়ে  সড়কটি মেরামত করে।

আরো পড়ুুন