সালমান রহমান।মানিকগঞ্জ সদর উপজেলার সন্তান।পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে।তার বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে জানাতে ও ভর্তি পরীক্ষার্থীদের দিক-নির্দেশনা দেওয়ার জন্য মুখোমুখি হয়েছিলেন মানিকগঞ্জ২৪.কমের।চলুন পড়ে নেওয়া যাক কি বললেন তিনিঃ
কেমন আছেন?
-ভালো
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
-কেমন কাটছে বিশ্ববিদ্যালয় জীবন?
-অনেক চাপের মাঝে কাটছে সাথে ভবিষ্যত নিয়ে চিন্তা।
-দেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন,অনুভূতিটা কেমন?
-এই অনুভূতিটা বলে বোঝানো একেবারেই অসম্ভব।ক্যাম্পাসের বাসের একটা জার্নিই বোঝানোর জন্য যথেষ্ট।
-কীভাবে পড়াশুনা করেছেন ভর্তি প্রস্তুতির জন্য?
-আমার স্বপ্ন ছিলো মেডিকেলে ভর্তি হওয়া।কিন্তু দুর্ভাগ্যবশত মেডিকেলে চান্স হয়নি।মেডিকেলে যখন হলো না তখন একটা টার্গেটই ছিলো জাবির জীববিজ্ঞান অনুষদ।এর জন্য প্রচুর পরিশ্রম করেছি।আল্লাহর রহমতে হয়ে গেছে।
-আমাদের পর্যবেক্ষণ বলছে,মানিকগঞ্জ থেকে তুলনামূলক অনেক কম শিক্ষার্থী মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে,আপনার মতে এর কারণ কি?
-মানসম্মত শিক্ষক না থাকা।জীবনের লক্ষ্য স্থির না থাকা।সাথে ক্যারিয়ার সম্পর্কে কোন ধারণা ও উৎসাহ না থাকা।
-আপনার মতে এ থেকে উত্তরণের উপায় কি হতে পারে?
-মনপ্রাণ দিয়ে পড়াশোনা করা।ক্যারিয়ার সম্পর্কে ধারনা রাখা।
-এক্ষেত্রে অভিভাবকের ভূমিকা কেমন হওয়া উচিত?
-পড়শোনার ক্ষেত্রে চাপ না দিয়ে বুঝিয়ে বলা।সেই সাথে ক্যারিয়ার ও বাস্তবজীবন সম্পর্কে ধারণা দেয়া।
-বর্তমান অভিভাবকমাত্রই চান তার সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। এ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
-বিষয়টি অবশ্যই ভালো নয়।ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলে যে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব নয়, আমাদের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।যেমন,আমি প্রাণরসায়নে পড়ছি।ক্যারিয়ারের দিক থেকে আমি ডাক্তার ছাড়াও অনায়াসে আমার কাজ চলবে।কিন্তু একজন ডাক্তার কিন্তু প্রাণরসায়ন জানা ছাড়া ডাক্তার হতে পারবে না।তাছাড়া নতুন রোগ নিয়ে গবেষণার ক্ষেত্রেও কিন্তু প্রাণরসায়নের ছাত্ররা ডাক্তারদের চেয়ে বেশি উপযুক্ত।
-প্রাণরসায়নের ছাত্র হিসেবে সাবজেক্টটিকে কীভাবে মূল্যায়ন করবেন?একজন শিক্ষার্থীর কেন প্রাণরসায়নে পড়া উচিত পড়া উচিত?
-যারা জীবনের রহস্য সম্পর্কে জানতে উৎসাহী।প্রাণ সম্পর্কে গভীরভাবে জানতে আগ্রহী।যারা রোগ নিয়ে গবেষণা করতে চায় আমি মনে করি তাদের জন্য প্রাণরসায়নই উপযুক্ত সাবজেক্ট।
-ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ কোন কথা?
-নিজের লক্ষ্যে এগিয়ে যাও।
যদি লক্ষ্য অটুট থাকে আর যথেষ্ট পরিশ্রম করো,ইনশা-আল্লাহ্ তুমি সফল হবেই।
শুভকামনা নিরন্তর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
-আপনার মূল্যবান সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
-মানিকগঞ্জ২৪.কমকেও ধন্যবাদ।
মানিকগঞ্জ২৪.কম/এস.কে./২৩জুলাই/বুধবার/২০১৮