নিজস্ব প্রতিবেদকঃ
মাসুদ রানা রাজ (নৃবিজ্ঞান-৪৪) কে সভাপতি ও মাসুদ রানা(বাংলা-৪৪) কে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ২০১৯ সালের কমিটি ঘোষনা করা হয়েছে।সদ্য সাবেক কমিটির সভাপতি উজ্জ্বল হোসেন রাজা(৪৩ ব্যাচ),সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী(৪৩ ব্যাচ) ও সহ-সভাপতি দিপক কুমার সাহা দিপু(৪৩ ব্যাচ) এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতিঃ
তানভীর ইসলাম জীবন (88), সুমাইয়া শিমু (88), সালেহ্ বিন সাদ তপু (৪৪) আবু সায়েম পথিক (৪৪) রাকিবুল ইসলাম রাসেল (8৪), অভি খান (8৪), সাজেদুল ইসলাম (8৪),ফারিহা এ্যানি(৪৪),অপু বসাক(৪৪),আবদুল্লাহ আল মামুন (৪৪), মােস্তফা কামাল(88), মোঃ রাশেদ মিয়া (8৪), স্বর্ণালী আক্তার(৪৪) ,
যুগ্ম সাধারণ সম্পাদকঃ প্রাণবল্লভ সরকার অপু (৪৫), ইলিয়াস বিন শামস (৪৫), সুবর্ণা শিকদার বৃষ্টি (৪৫), তানভীর তায়িফ্ (৪৫), হৃদয় হালদার জিনি (৪৫)।
সাংগঠনিক সম্পাদকঃ
অমিত রায়(৪৫), সামিয়া হাসান লিতু (৪৫) প্রিয়ংকেশ ভৌমিক পাপ্পু(৪৫), হাজেরা কেয়া (৪৫), রফিকুল ইসলাম মানিক (৪৫), মােঃ আবির হাসান (৪৫), উলফাত আরা বৃষ্টি (৪৫),
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃনাজমুন্নাহার ঊর্মি(৪৬),উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃসাব্বির হোসেন(৪৭),জাকির হোসেন জীবন(৪৭),
দপ্তর সম্পাদকঃ এস.কে.এম.হেদায়েত উল্লাহ্(৪৬), উপ-দপ্তর সম্পাদকঃসিফাত হাসান সাব্বির(৪৬),কোষাধ্যক্ষঃনাফিস আহমেদ(৪৬),উপ-কোষাধ্যক্ষঃউম্মে হামীম রহমান মীম(৪৬)
ধর্ম বিষয়ক সম্পাদকঃসৌরভ আহমেদ(৪৬),উপ-ধর্ম বিষয়ক সম্পাদকঃইমন ভূঁইয়া(৪৭),
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃসোহানুর শ্রাবণ(৪৬),
উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃহ্নদয় আহমেদ অপূর্ব(৪৭),
ছাত্র বিষয়ক সম্পাদকঃবাঁধন দোলা(৪৬), উপ-ছাত্র বিষয়ক সম্পাদকঃসুরাইয়া অমি(৪৭),
শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকঃপাপিয়া হালিম পপি(৪৬),উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকঃপ্রমিত সরকার(৪৭),
ছাত্রবৃত্তি সম্পাদকঃনাহিদ হাসান(৪৬),উপ-ছাত্রবৃত্তি সম্পাদকঃমামুন মিয়া(৪৭),
সমাজসেবা বিষয়ক সম্পাদকঃসাদেকুল ইসলাম টিমন(৪৬), উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদকঃকবির হোসেন(৪৭),আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃফারজানা আক্তার(৪৬),উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃমিথিলা ঘোষ(৪৭),
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃমনজু আক্তার(৪৬), উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃমাইনুল ইসলাম(৪৭),
পরিকল্পনা ও কর্মসূচী সম্পাদকঃতানভীন তাপস(৪৬), উপ-পরিকল্পনা ও কর্মসূচী সম্পাদকঃফারজানা লিজা(৪৬),
ক্রীড়া বিষয়ক সম্পাদকঃদুর্জয় সূত্রধর(৪৬), উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদকঃসামিয়া ইসলাম(৪৬),
আইন বিষয়ক সম্পাদকঃনিয়ন্তা গোস্বামী সেতু(৪৬),উপ-আইন বিষয়ক সম্পাদকঃরীমা আক্তার(৪৭),ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদকঃনূরজাহান আক্তার রনজু(৪৬)
উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদকঃতাওহীদ হোসাইন(৪৭), সদস্যঃদুর্জয় বসাক(৪৭),আজমীরা খান চৈতি(৪৭),তাবাসসুম নান্মী (8৭),ফাহিম শাহরিয়ার(৪৭),কনা রানী শীল(৪৭),আইরিশ পারভীন (৪৭) আয়েশা আক্তার সম্পা (৪৭),সুমি আক্তার (৪৭),যুথিকা মন্ডল,শ্রাবণী আক্তার (৪৭),শাকিল আহমেদ সনেট (৪৭)।
নব্য কমিটির সভাপতি মাসুদ রানা রাজ বলেন, মানিকগঞ্জ জেলাকে শিক্ষা দীক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিতে কাজ করে যাবে জাবি ছাত্রকল্যাণ সমিতি।
মানিকগঞ্জ২৪.কম/হে.উ./১২ই ফেব্রুয়ারি/২০১৮