সাটুরিয়া প্রতিনিধি, ৬ আগষ্ট: জেলার সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি ফল ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।
সোমবার সকালে সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শেষে এ মেলা উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে বালিয়াটী বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রাসারণে অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া মহিলা ভাইস চেয়ারম্যান বদরুন্নেছা ঝিনুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন প্রমুখ।
এসময় অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ৬ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন: