শিবালয়ের ইউএনও আলোকদিয়ার বন্যার্তদের নিজ হাতে রান্না করা খাবার খাওয়ালেন


মারুফ
হোসেন: শিবালয়
উপজেলার
যমুনার
চরাঞ্চলের
আলোকদিয়া
আশ্রয়
কেন্দ্রে
আজ
রবিবার
বিকালে
অসহয়
বন্যার্ত
 আড়াই হাজার  লোকদের নিজ হাতে খিচুরি রান্না করে এক বেলা খাবার ব্যবস্থা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ

আলোকদিয়া
চরে গিয়ে রান্না শুরু থেকে বিতরণ পর্যন্ত নিজ হাতে সব ব্যাবস্থা
করে বন্যা দুর্গত মানুষদের অবাক করে দিয়েছেন। ১০ মন চাউল
,
আড়াই মুন ডাউলসহ সবজি দিয়ে খাবারের আযোজন করা হয়

 শিবালয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
 
শফিউর রহমান জানান, আমারা ইতিমধ্যে বন্যার্তদের মাঝে তিন হাজার একশত পরিবারকে ১৫ কেজি করে চাউলসহ পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, পানির জেরিকেন বিতরন করেছি  এরই ধারাবাহিকতায়  রবিবার  উপজেলা প্রশাসনের উদ্যাগো নির্বাহী অফিসার
নিজ হাতে রান্না করে
এই খাবারের আয়োজন করা হয়

ব্যাপারে
 
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ জানান, বন্যা মোকাবেলায় আমারা কাজ করে যাচ্ছি।
আমাদের
মাঝে
যারা
বিত্তবান
আছেন
তাদের
 
কে বন্যা দুর্গতদের ত্রান ও খাদ্য দিয়ে
সাহায্য করে, তাদের উৎসাহ ও নিজ দায়িত্ববোধ থেকেই নিজ হাতে খিচুরি রান্না করে খাওয়ালম।
ব্যাতিক্রমি
খাদ্যে
বিতরন
অনুষ্ঠানে
অন্যাদের
মাঝে
উপস্থিত
ছিলেন,
প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা শফিকুর
রহমান, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা প্রেস ক্লাব সভাপতি, বাবুল আখতার মঞ্জুর সাধারন সম্পাদক, শহিদুল ইসলাম প্রমুখ। 
মানিকগঞ্জ২৪/
হা. ফ/ ২০ আগস্ট/ ২০১৭
আরো পড়ুুন