পাটুরিয়া- দৌলতদিয়ায় ১১ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল


শিবালয় প্রতিনিধি: পাটুরিয়া-
দৌলতদিয়ায় ১১ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বৈরি আবহাওয়ার কারনে শুক্রবার
রাত ২ টা থেকে এ
নৌরুটে ফেরি
চলাচল
বন্ধ
রাখে
কর্তৃপক্ষ ফলে
ফেরি চলাচল
বন্ধ থাকায়
দুই পারেই ফেরিঘাট এলাকায় তীব্র যানজটের সৃস্টি হয়েছে।
বিষয়টি পাটুরিয়া ফেরিঘাট কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী
মহা ব্যবস্থাপক জিল্লুর রহমান
নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ১ টার  দিকে
নদী কিছুটা স্বাভাবিক হয়ে আসলে  পাটুরিয়া
ঘাট থেকে যানবাহন বোঝাই
করে তিনটি ফেরি দৌলতদিয়া
ঘাটের উদ্দেশ্যে  ছেড়ে
গেছে। তবে ফেরি পারা পারে সময় বেশী
লাগাতে উভয় ঘাটের যানজট স্বাভাকি হতে আরও সময় লাগবে।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা
বাণিজ্য বিভাগের সহকারী
ব্যবস্থাপক রুহুল
আমিন  জানান, ফেরি
চলাচল ১১ বন্ধ
থাকার
পর দৌলতদিয়া ঘাট থেকেও ফেরি
পাটুরিরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ফেরি গুলি ঠিক মত পৌছাতে পারলে সব ফেরি চলাচল
শুরু করবে বলে জানান এ কর্মকর্ত।
অপরদিকে ১১ ঘন্টা টানা ফেরি চলাচল
বন্ধ থাকার কারনে দক্ষিণ – পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ হিসেবে পরিচিত
পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরি ঘাটে যানবহানের সংখ্যা বাড়ছেই।
মানিকগঞ্জ২৪/হা.ফ/ ২১ অক্টোবর/ ২০১৭।
আরো পড়ুুন