৪৪ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া -দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু



শিবালয়
প্রতিনিধি।। বৈরী
আবহাওয়ার কারণে টানা ৪৪
ঘন্টা বন্ধ থাকার পর
রবিবার সকাল সাতটা থেকে 
পাটুরিয়াদৌলতদিয়া নৌরুটে লঞ্চ
চলাচল শুরু হয়েছে।  

বাংলাদেশ
অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)’ আরিচা নদী বন্দরের
নৌট্রাফিক অফিসার ফরিদ হোসেন
লঞ্চ চালুর বিষয়টি নিশ্চিত
করেছেন
এর আগে শুক্রবার বেলা
বারোটা থেকে বৈরি আবহাওয়ার
কারনে নদী পথ উত্তাল
হলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়াদৌলতদিয়া
কাজিরহাট রুটে চলাচলকারী সকল
লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা
করে
দেশের দক্ষিণ
পশ্চিম অঞ্চলের প্রবেশ দ্বার পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে টানা ৪৪ ঘন্টা লঞ্চ বন্ধের
পাশা- পাশি টানা ১১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারেনে যাত্রীদের মারাত্তক সমস্যায়
পড়তে হয়।

বিআইডব্লিউটিএ  কর্মকর্তা
ফরিদ হোসেন আরো জানান, সাগরে
নিম্নচাপের প্রভাব নিয়ন্ত্রনে আসার
প্রেক্ষিতে নদী পথের সর্তকর্তা
প্রত্যাহার করে নিলে টানা
৪৪ ঘন্টা বন্ধ থাকার
পর রবিবার সকাল
টা থেকে পুনরায় লঞ্চ
চলাচল শুরু করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/  ২২ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন:

পাটুরিয়া- দৌলতদিয়ায় ১১ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল

আরো পড়ুুন