শিবালয়
প্রতিনিধি: পাটুরিয়া- দৌলতদিয়ায় ফেরিচলাচল বন্ধ থাকায় যানবহানের চাপ বাড়ছে। বৈরি
আবাহাওয়ার কারনে শুক্রবার মধ্যরাত থেকে এ নৌরুটে
ফেরি চলাচল বন্ধ রেখেছে
কর্তৃপক্ষ। ফলে
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারেই ফেরিঘাট
এলাকায় যানবাহনের লাইন ইতিমধ্যে ৫ কিমিলোমিটার ছাড়িয়ে
গেছে। বেলা বাড়ার সাথে সাথে আরও যানবাহন বাড়বে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রতিনিধি: পাটুরিয়া- দৌলতদিয়ায় ফেরিচলাচল বন্ধ থাকায় যানবহানের চাপ বাড়ছে। বৈরি
আবাহাওয়ার কারনে শুক্রবার মধ্যরাত থেকে এ নৌরুটে
ফেরি চলাচল বন্ধ রেখেছে
কর্তৃপক্ষ। ফলে
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারেই ফেরিঘাট
এলাকায় যানবাহনের লাইন ইতিমধ্যে ৫ কিমিলোমিটার ছাড়িয়ে
গেছে। বেলা বাড়ার সাথে সাথে আরও যানবাহন বাড়বে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
অপর
দিকে টানা বৃষ্টি থাকায় যাত্রী, নারী ও শিশুসহ
পরিবহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।
দিকে টানা বৃষ্টি থাকায় যাত্রী, নারী ও শিশুসহ
পরিবহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।
এর
আগে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দুপুর
থেকে লঞ্চ চলাচল বন্ধ
করে দেয়া হয়েছে।
আগে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দুপুর
থেকে লঞ্চ চলাচল বন্ধ
করে দেয়া হয়েছে।
পাটুরিয়া
ফেরিঘাট কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক জিল্লুর
রহমান জানান,
বৈরি আবহাওয়ার কারনে ফেরি চলাচল শুক্রবার
মধ্য রাত থেকে সাময়িক বন্ধ
থাকার কারণে পাটুরিয়া ঘাট
এলাকায় প্রায় ৫ কিলোমিটার
এলাকা জুড়ে
যানজটের সৃষ্টি হয়েছে।
ফেরিঘাট কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক জিল্লুর
রহমান জানান,
বৈরি আবহাওয়ার কারনে ফেরি চলাচল শুক্রবার
মধ্য রাত থেকে সাময়িক বন্ধ
থাকার কারণে পাটুরিয়া ঘাট
এলাকায় প্রায় ৫ কিলোমিটার
এলাকা জুড়ে
যানজটের সৃষ্টি হয়েছে।
দৌলতদিয়া
ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের
সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ফেরি চলাচল বন্ধ থাকার কারনে এ ঘটেও যানবাহনের সংখ্যা বাড়ছে। নদী স্বাভাবিক
হলেই এ নৌরুটে পূনরায় ফেরি চলাচল শুরু
হবে।
ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের
সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ফেরি চলাচল বন্ধ থাকার কারনে এ ঘটেও যানবাহনের সংখ্যা বাড়ছে। নদী স্বাভাবিক
হলেই এ নৌরুটে পূনরায় ফেরি চলাচল শুরু
হবে।
মানিকগঞ্জ২৪/হা.ফ/ ২১ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন: