চোরের মত গোপনে ছবি তুলে শিক্ষিকাকে লাঞ্ছিত করেছেন

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: শিক্ষিকা
জানিয়েছেন তিনি তিন দিনের
অসুস্থ শরীর নিয়েই স্কুলের
পরীক্ষা ডিউটিতে এসেছিলেন শরীর
খুববেশী খারাপ লাগায় চেয়ারে
বসে টেবিলে মাথা রেখে
বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে
পড়েছিলেন

 
তর্কের খাতিরে তাঁর কথা
যদি সত্যিই বলে নাও,
মানি তারপরও জকিগঞ্জ উপজেলা
চেয়ারম্যান কোন অধিকারে তার
সহকারিকে দিয়ে একজন নারী,
একজন শিক্ষিকার ছবি তুলে ফেসবুকে
ছড়িয়ে দিয়েছেনএটি
অভদ্রতা, অসভ্যতা, নৈতিকতা আইনবিরুদ্ধ গুরুতর
অপরাধ

চেয়ারম্যান সাহেব শিক্ষিকাকে ডেকে
ুমানোর কারণ জানতে
চাইতে
পারতেন,
স্কুলের
প্রধান
শিক্ষকের
কাছে
দায়িত্বে
অবহেলার
অভিযোগ
দিতে
পারতেন বিভাগীয়
শাস্তির
সুপারিশ
করতে
পারতেন
 
কিন্তু
তিনি
এর
কোনটাই
করেন
নি চোরের
মত
গোপনে
ছবি
তুলে
ফেসবুকে
ছড়িয়ে
দিয়ে
একজন
নারী,
একজন
শিক্ষিকাকে
লাঞ্ছিত
করেছেন,
হেয়
করেছেন



এই
অধিকার
উপজেলা
চেয়ারম্যান
সরক্ষণ
করেন
না
সাইফুদ্দিন আহম্মেদনান্নু এর ফেসবুক থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/
২০ অক্টোবর/ ২০১৭।
তার আরও লেখা
পড়ুন:

মিডিয়া ট্রায়াল করার বদরোগ কেবল বোর্ডপ্রধানেরই আছে

একটি পরিবারের জন্য মাত্র ১ কেজি চাল

আরো পড়ুুন