মানিকগঞ্জ২৪
প্রতিনিধি: ঘন
কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সোয়া ২ ঘণ্টা পর ফেরি চলাচল করেছে কর্তৃপক্ষ। এর আগে শনিবার সকাল পৌনে ৮ টা থেকে
ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি
নিশ্চিত করে জানান, ভোর থেকে ঘন কুয়াশার কারনে নৌ দুরর্ঘনটা এড়াতে সকাল
পৌনে ৮ টা থেকে
সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয় । পরে কুয়াশা কেটে গেলে শনিবার সকাল ১০ টা থেকে ফেরি চলাচল
শুরু করা হয়।
দিন থাকায় পাটুরিয়া – দৌলতদিয়া ঘাটে কয়েক শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
তবে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি চলাচল শুরু হওয়ার পর যাত্রীবাহী বাস পারা পার করা হচ্ছে।
ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানিয়েছেন
এ নৌরুটে ছোট বড় মিলে ১৫ টি ফেরি চলাচল করছে। কয়েক ঘন্টা টানা ফেরি চলাচল করতে পারলে
এখনকার যানজট স্বাভাবিক হয়ে যাবে।
হা.ফ/ ২০ জানুয়ারী/ ২০১৮।