মানিকগঞ্জে আগুনে পুড়ল ২০ লক্ষ টাকার বই

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় এস. আর প্রিন্টিং প্রেস নামে একটি পাঠ্যপুস্তক ছাপাখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া ৮ টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

এস. আর প্রিন্টিং প্রেস এর সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহজালাল জানান,  অসর্কতার কারণে আগুনটা লাগতে পারে।  আবার কেউ হয়ত বা শত্রতা করেও আগুণ লাগাতে পারে। কারাখানাটিতে চুক্তির মাধ্যমে সরকারী পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করা হয় হত।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জান্নাতুল ইসলাম নাঈম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের ওই ঘটনায় এস.আর প্রিন্টিং প্রেস নামের ওই কারাখানাটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কে অনুমান করে কিছু বলা যাচ্ছে না। আগুনে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার বই পুড়ে গেছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ন:

মানিকগঞ্জে কর্মসংস্থান কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ

আরো পড়ুুন