সিংগাইরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

সিংগাইর প্রতিনিধি, ৫ সেপ্টেম্বর :

জেলার সিংগাইর উপজেলার জামসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন (৪৫) কে অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে একটি চায়না পিস্তলসহ আটক করা হয়।

ডিবি পুলিশের ইন্সপেক্টর এ কে এম শাহীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসাইন মুহাম্মদ রায়হানের নেতৃত্বে জামসা এলাকার শাহীনের বাড়ীতে অভিযান চালিয়ে একটি চাইনিজ পিস্তলসহ সাদ্দাম হোসেনকে আটক করা হয়। আটক সাদ্দামের বিরুদ্ধে মাদক ও অস্ত্র বেচাকেনার অভিযোগ থাকার অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থল থেকে শাহীন নামের আরো এক সন্ত্রাসী ছিলো। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যান।

এ বিষয়য়ে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, কোন ব্যক্তির অপকর্মের দায় দল নিতে পারেনা। তাই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
যুবলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সংগৃহিত ছবি সংযুক্ত:

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ সেপ্টেম্বর ২০১৯।
আরও পড়ুন:

বালিয়াটী চেয়ারম্যানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আরো পড়ুুন