শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে উন্নয়ন হচ্ছে- বালিয়াটীতে স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ২
জানুয়ারী :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ
মালেক স্বপন বলেছেন শেথ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে উন্নয়ন হচ্চে। তার হাত
ধরেই পদ্মা সেতু ও মেট্রো রেল হচ্ছে। বাড়ি বাড়ি বিদু
পাচ্ছে।
তিনি বৃহস্পতিবার দুপুর ২
টার দিকে সাটুরিয়া উপজেলার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে  শিক্ষার্থীদের মাঝে ২০২০ সালের নতুন বই বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শেখ
হাসিনার কারনেই মানুষের হাতে হাতে মোবাইল এসেছে। সবাই ইন্টারনেট ব্যাবহার করছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা ভাল করে পড়া শুনা করবে। তোমাদের হাতেই
আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, বালিয়াটী ইউপি চেয়ারম্যান
মো. রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী
লীগের যুগ্ম সম্পাদক  সুলতানুল আজম খান আপেল,
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা আওয়ামী
লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধরণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার প্রমুখ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২
জানুয়ারী ২০২০।
আরো পড়ুুন