সাটুরিয়ার দরগ্রামে অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন

সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারে মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এজেন্ট  ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে।

দরগ্রাম বাজারে ব্যাংকিং শাখা উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের মানিকগঞ্জ জেলা শাখার সহকারী মহা ব্যাবস্থাপক মো. আজাদুল ইসলাম।

এ সময় সাটুরিয়া অগ্রণী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রাজ্জাক, দরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মাষ্টার, দিঘুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান, দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি মো. আব্দুল আজিজ মাষ্টার, এজেন্ট ব্যাংকের ম্যানেজার মো. সোহরাব হোসেন বকুলসহ আরও অনেকে।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন আপনার টাকা বাড়ীতে না রেখে ব্যাংকে রেখে নিজে ও দেশকে সমৃদ্ধশালী করুন। এজেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা জমা, উত্তোলন, বিদ্যুৎ বিল ও প্রবাসীদের টাকা উঠাতে পারবেন কোন খরচ ছাড়া। সপ্তাহের ৬ দিন সকাল ৮ -রাত ৮ পর্যন্ত সকল গ্রাহকের জন্য খোলা থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ার ছনকা বাজারে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন

আরো পড়ুুন