সাটুরিয়া প্রতিনিধি: সাটুরিয়া উপজেলার মধ্য গোলড়া থেকে ১ কেজি গাঁজাসহ রহিম নামে এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনা করার সময় আরো এক নারীসহ আরো ৪ মাদক ব্যাবসায়ী পালিয়ে গেছে।
বিষয়টি সাটুরিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্মতা মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
সাটুরিয়া থানার এসআই মোঃ আব্দুল করিম জানান, বৃস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে সাটুরিয়ার মধ্য গোলাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঁশজাড়ের নিচে এক নারী ব্যাবসায়ীসহ ৪ জন বসে গল্প করছিল। তাদের সন্দেহ হলে রহিমের শরীরে তল্লাশী করে ১ কেজি গাঁজা পাওয়া যায়। পরে রহিম ও গাজাসহ তাকে সাটুরিয়া থানায় নিয়ে আসা হয়।
সাটুরিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্মতা মো. আমিনুর রহমান জাননা, এ ঘটনায় রহিমসহ ৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২২ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: