সাটুরিয়ায় স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২০ এপ্রিল: বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের ৭৩৫ তম স্কাউটিং ওরিয়েন্টশন কোর্স শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল ১০ টার দিকে উদ্ভোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রোবার স্কাউটের ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ সায়েদুজামান, সুনীল চন্দ্র নাথ, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা, সাটুরিয়া উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান প্রমুখ।

ওরিয়েন্টশনে মানিকগঞ্জ,গাজীপুর ও ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ১১৭ জন স্কাউটস কাপ দলের সদস্যরা এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ এপ্রিল ২০১৯। 

আরো পড়ুুন