সাটুরিয়া প্রতিনিধি:
সাটুরিয়ায় এসবি লিংক বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে
উপজেলার বালিয়াটী পশ্চিম বাড়ী এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে
সাটুরিয়া হসপিটালে নিলে ২০ জন যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৮ জন
কে হসপিটালে ভর্তি করা হয়েছে। গুরুতর আরও ২ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা
হয়েছে।
সাটুরিয়ায় এসবি লিংক বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে
উপজেলার বালিয়াটী পশ্চিম বাড়ী এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে
সাটুরিয়া হসপিটালে নিলে ২০ জন যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৮ জন
কে হসপিটালে ভর্তি করা হয়েছে। গুরুতর আরও ২ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা
হয়েছে।
বিষয়টি বালিয়াটী
ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন নিশ্চিত করেছেন।
ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী
স্বপন খান জানান, পাকুটিয়া থেকে ঢাকা গামী এসবি লিংকের একটি বাস বালয়াটী পশ্চিম চালা
এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে খালে পড়ে যায়। যাত্রীদের চিৎকারে আমরা এগিয়ে গিয়ে তাদের
উদ্ধার করি। বাসে অন্তত ৩০-৩৫ জন যাত্রী ছিল। যাদের সবাই আহত হয়েছে।
স্বপন খান জানান, পাকুটিয়া থেকে ঢাকা গামী এসবি লিংকের একটি বাস বালয়াটী পশ্চিম চালা
এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে খালে পড়ে যায়। যাত্রীদের চিৎকারে আমরা এগিয়ে গিয়ে তাদের
উদ্ধার করি। বাসে অন্তত ৩০-৩৫ জন যাত্রী ছিল। যাদের সবাই আহত হয়েছে।
সাটুরিয়া হসপিটালে
জুরুরী বিভাগের চিকিৎসক জানান, বাসে দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আসে। আমরা ২০ জনকে
প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। গুরুতর আহত রোগী আসে ১০ জন। এদের মধ্যে ৮ জন কে ভর্তি
করে ২ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা হয়।
জুরুরী বিভাগের চিকিৎসক জানান, বাসে দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আসে। আমরা ২০ জনকে
প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। গুরুতর আহত রোগী আসে ১০ জন। এদের মধ্যে ৮ জন কে ভর্তি
করে ২ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে সাটুরিয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মো: আমিনুর রহমান জানান, এমন খরব আমি সকালেই শুনেছি।
চালক ও হেলপার কে আটক করার পক্রিয়া চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মো: আমিনুর রহমান জানান, এমন খরব আমি সকালেই শুনেছি।
চালক ও হেলপার কে আটক করার পক্রিয়া চলছে।
মানিকগঞ্জ২৪/হা.ফ/
১৯ অক্টোবর/ ২০১৭।
১৯ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন: