জেলার সাটুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. লুৎফর রহমানের নিজ বাড়ি সাহেব পাড়া গ্রামে সোমবার বিকাল ৩ ঘটিকায় অনু্িষ্ঠত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা পত্র ও ২০ প্রকারের ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. লুৎফর রহমান বলেন, আগে বছরে একবার দিন ব্যাপি ফ্রি মেডিকেল পরিচালনা করতাম। কিন্তু গ্রামের গরীব মানুষের কথা চিন্তা করে প্রতি মাসের ২য় সোমবার বিকাল ৩ টা থেকে ফ্রি চিকিৎসা পত্র ও ঔষধ বিতরণ করা হচ্ছে।
গরীবের ডাক্তার বলে খ্যাত ডা. মো. লুৎফর রহমান আরো বলেন, সোমবার বিকাল ৫ টা পর্যন্ত ৩ শতাধিক রোগী দেখা হয়েছে। রাত ৮ টা পর্যন্ত রোগী দেখব। একটি রোগীকেও না দেখে ফেরত দেওয়া হবে না।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: