স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা ভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের রোগী সনাক্ত হয়নি। তাই ভয়ের কিছু নেই।
তিনি শুক্রবার বিকাল ৫ টার দিকে সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করেনা ভাইরাস নিয়ে ভয় পাবেন না। কোন রোগী চীন থেকে আসলে, বা বাংলাদেশে কোন মানুষ এ রোগে আক্রান্ত হলে সংগে সংগে হাসপাতালে ভর্তি করাবেন। প্রশাসনকে খবর দিবেন।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুরু রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। কে আর কুপি জ¦ালায় না। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশকে আলোকীত করছেন।
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী এ বিদ্যালয় মাঠ থেকেই হান্দুলিয়া ও কলাশুরু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ ফেব্রুয়ারী ২০২০।