মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এনজিওদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২ দিকে সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ^ বিদ্যালয় কলেজের মাঠে শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিউলি সংস্থার নির্বাহী পরিচালক ও সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা।
এসময় উপস্থিত ছিলেন আবুল খায়ের স্টীল এর ডিলার ও সাটুরিয়া বাজারের বিশিষ্ট ব্যাবাসায়ী আতাউল হক, এইচডিপিএস এর নির্বাহী পরিচালক মো. আব্দুল বাছেদ, প্রশিকার স্থানীয় শাখা ব্যাবস্থাপক আব্দুল মালেক, জসিম উদ্দিনসহ আরও অনেকে।
সাটুরিয়ার শিউলি সংস্থা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র , ব্যাবাসায়ী আতাউল হক, এইচডিপিএস, লতিফ লাইলি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে সাটুরিয়ায় কর্মহীন দুস্থ্য শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি আলো ও তেল বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ এপ্রিল ২০২০।