সাটুরিয়ায় গৃহ বধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাটুরিয়া প্রতিনিধিঃ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লির আকাশী গ্রাম থেকে শুক্রুবার সন্ধায় শিল্পী আক্তার নামে এক গৃহ বধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান নিশ্চিত করেছেন।

সাটুরিয়া থানার এস, আই ওয়াহেদুজ্জামান জানান, তিল্লি ইউনিয়নের আকাশি গ্রামের আক্তার উদ্দিনের পুত্র আছর উদ্দিন (৩০) সাথে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কাজিবাড়ী গ্রামের আব্দুস সোবহানের কণ্যা শিল্পী আক্তার (২৮) এর সাথে ১০ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়।

তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। আব্দুস সোবহান কাজের জন্য বাহিরে গেলে শিল্পী আক্তার সবার অগোচরে শুক্রুবার বিকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁষ দিয়ে আত্তহত্যা করে।

পরে শুক্রুবার সন্ধা ৭ টার দিকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মানিকগঞ্জ সদর হসপিটালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান,  ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধু শিল্পি মানসিক রোগে ভোগছিলেন। মাঝে মাঝে ভাল থাকে আবার অসুস্থ্য হয়ে পড়েন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ নভেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন