সাটুরিয়ায় শিক্ষার্থী অপহরণের অভিযোগে মামলা

সাটুরিয়া প্রতিনিধি, ৭ নভেম্বর: জেলার সাটুরিয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবকসহ ৪ জন কে আসামী করে মামলা করেছে মেয়েটির পিতা।

বিষয়টি সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম নিশ্চিত করেছেন।

এলকাবাসী জানায়, উপজেলার কান্দাপাড়া ফুকুরহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী  ২৮ অক্টোবর বিকেলে স্কুলের পাশে প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরেন নি। পরে ১২ দিন নিখোঁজ  থাকার পর মেয়েটি পরিবার জানতে পারে তাকে হরগজ গ্রামের আব্দুল মালেক নামে এক বখাটে অপহরণ করে নিয়ে গেছে।

এ ঘটনায় মেয়েটির পিতা মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় অভিযোক্ত যুবক মালেকসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। 

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, বিষয়টি প্রেম ঘটিত হতে পারে।  অধিক গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ নভেম্বর ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়া বিএনপির সভাপতি মাখন আটক

আরো পড়ুুন