সাটুরিয়া প্রতিনিধি, ২১ সেপ্টেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পানাইজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারাবিতরণ করা হয়েছে।
সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এই গাছের চাড়া বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সবুজ পরিবেশ আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সাধারণন সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ, বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন, শিক্ষীকা শেফালী আক্তার, নিপু শাহা, শাহানাজ আক্তারসহ আরও অনেক।
এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ২ শতাধিক চারা রুপণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ সেপ্টেম্বর ২০১৯।