সাটুরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপে বরাইদ চ্যাম্পিয়ন

সাটুরিয়া প্রতিনিধি, ১৪ সেপ্টেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব -১৭  জাতীয় গোল্ডকাপ  টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরাইদ ইউনিয়ন পরিষদ দল।

শুক্রবার বিকালে বালিয়াটী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ধানকোড়া ইউনিয়ন পরিষদ কে ৪-১ গোলে হারিয়ে বরাইদ ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরুস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন (লাভু), সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, বরাইদ ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, ধানকোড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রওফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান, শিক্ষক সমরেন্ধু সাহা লাহোরসহ অনেকে।

সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব -১৭  জাতীয় গোল্ডকাপ  টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক উপভোগ করেন।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১৪ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ার বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহআলম বাবু

আরো পড়ুুন