সাটুরিয়ায় শত্রুতা করে আগুনে পুড়াল গবাদি পশু

সাটুরিয়া প্রতিনিধি, ১৬ সেপ্টেম্বর:  শত্রুতা জের ধরে পাশর্^বর্তী বাড়ির ঘোয়ালে আগুন দেবার অভিযোগ পাওয়া গেছে। এতে ২ টি গাভী, ২টি ছাগল এবং আরো ২ টি গাভী অগ্নিদগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের হাজিপুর গ্রামে শনিবার রাত ২ টার দিকে।

বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

গ্রামবাসী জানায়, শনিবার রাত ২ টার দিকে হাজিপুর গ্রামের তমছের আলীর পুত্র রফিকুল ইসলামের গোয়ালে আগুন লাগে। এতে ২ টা গাভী ও ২টি ছাগল পুড়ে মারা যায়। এসময় আহত হয় আরো  ২টি গাভী।

গাভীর মালিক রফিকুল ইসলাম বলেন, আমার মা রাত ২টার দিকে প্রকৃতির কাজে ঘরের বাহিরে বের হন। এমন সময় দেখেন তার গোয়াল গরে আগুন জলছে। পরে তার চিৎকারে আমরা বের হই। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রে আনি। কিন্ত ততক্ষনে ২ টি গাভী ও ২টি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এসময় আরও ২ টি গাভী মারাত্বক আহত হয়। আহত ২ টি গাভীর অবস্থাও আশংকা জনক। 

রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, মামলা সংক্রান্তের জের ধরে একই গ্রামের তমছের আলীর পুত্র আব্দুর রাজ্জাক তার গোয়ালে আগুন দিতে পারে। তার সবমিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এলকাবাসী জানান, রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত নিয়ে মামলা চলছে। রাজ্জাক যে আগুন দিয়েছে সেটি কেউ দেখেনি। রফিকুলের গোয়ালের কয়েল থেকেও আগুন লাগতে পারে।

রবিবার সকাল থেকেই রাজ্জাক বাড়ীতে তালা দিয়ে পালিয়ে যাওয়ার কারনে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, এমন খবর পেয়ে সকালেই ঘটনা স্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচেছ কেউ আগুন লাগিয়ে দিয়েছে। রফিকুল ইসলাম বাদী হয়ে আব্দুর রাজ্জাক কে প্রধান আসামী করে একটি মামলা হয়েচে। বিষয়টি তদন্ত করার পর নিশ্চিত করে বলা যাবে আগুনের সুত্রপাত সর্ম্পকে।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১৬ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুন:

বর্ষাতেও ইছামতিতে প্রাণ নেই

আরো পড়ুুন