ডঃ রফিকুল ইসলামের মধ্যরাতে কম্বল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধিঃ ঘরির কাটা তখন রাত ১২. ০৫ মিনিট। সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া বাজারের নিরাপত্তা কর্মীরা প্রচন্ড শীত নিবারণের জন্য খরকুটা জ্বালিয়ে হাত পা গরম করার চেষ্টা করছেন। নিরাপত্তা কর্মীর মধ্যে বাচ্চু মিয়া (৭০)  একটু বেশী দুর্বল হয়ে পড়ছেন শীতে। এমন সময় ২ টি মাইক্রো বাস এসে থামল তাদের সামনে। পুলিশ ভেবে সালাম দেবার জন্য এগিয়ে গেলে ভেতর থেকে নেমে ডঃ রফিকুল ইসলাম তাদের কম্বল দিয়ে জরিয়ে ধরলে তারা হতবাক। উপস্থিত ৫ নিরাপত্তা কর্মী  মান্নান, সহিমুদ্দিন, বিল্লাল , আজাদ খা ও বাচ্চু মিয়া কে ৫ টি কম্বল দেন ডঃ রফিকুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের মিসৌরী রাজ্যের আওয়ামী লীগের সভাপতি ও রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ রফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাতে ভাসমান অসহায় দুস্থ্যদের মাঝে  কম্বল বিতরণ করেন।

কান্দাপাড়া বাজারের পর সাটুরিয়া বাজারে রাত  বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে ৬ জন ভ্যানচালকদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানিকগঞ্জ বাস ষ্টান্ড, ছাত্রী ছাওনী, শুভযাত্রা বাস ষ্টান্ডে ভাসমান মানুষদের মাঝে শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় রাবেয়া রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ রফিকুল ইসলাম ছাড়াও সাটুরিয়া ফাষ্ট গ্রুপের সদস্য মাহফুজুল ইসলাম খান রত্ন ফিরুজ, সালাম, মনোয়ার,বাদল, হুমায়ুন, রুবেলসহ গ্রুপের ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

ডঃ রফিকুল ইসলাম জানান,  এ কম্বল শীতার্থদের  একটু হলেও শীত নিবারণ করবে। আসলে আমার যতটুকো সামর্থ আছে তাই দিয়ে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। এ শীত মৌসুমে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরে ব্যাক্তিগত উদ্যোগে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সাটুরিয়া ফাষ্ট গ্রুপের ব্যাবস্থাপনায় ১ হাজার কম্বল বিতরণ করা হবে। শুক্রবার দিন ব্যাপি সাটুরিয়ার বিভিন্ন অঞ্চলে এ কম্বল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/  সাটুরিয়া/ ১২ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়া ফাষ্ট গ্রুপের কর্ম পরিকল্পনা ও মতবিনিয় সভা অনুষ্ঠিত

আরো পড়ুুন