মানিকগঞ্জে পাঁচ গুণী সাংবাদিককে সম্মাননা প্রধান

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জে পাঁচ গুণী সাংবাদিককে  সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার মানিকগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে জেলা সাংবাদিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে এ সম্মননা প্রদান করা হয়।

সম্মননা প্রাপ্তরা হচ্ছেন চ্যানেল আইয়ের যুগ্ম বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ  সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির  সাবেক সাধারণ সম্পাদক  কল্যাণ সাহা, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার অরুপ রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির  যুগ্ম সম্পাদক গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির  কোষাধ্যক্ষ অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির  সদস্য জাহাঙ্গীর আলম বিশ^াস।

অনুষ্ঠানে জেলা সংবাদিক সমিতির সভাপতি  মতিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন ঢাকা স্বাধীনতা সাংবাদিক ফোরামের আহ্বায়ক বরুণ ভৌমিক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, আহম্মেদ সাব্বির সোহেল, জেলা সংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহ্জাহান বিশ^াস, মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহ- সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সুজন প্রমুখ।

সংবাদিকতায় বিশেষ ভূমিকা ও অনুসন্ধানী প্রতিবেদনে জেলার পাঁচ গুণী সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

ডঃ রফিকুল ইসলামের মধ্যরাতে কম্বল বিতরণ

আরো পড়ুুন