সাটুরিয়া প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে লরি চালক হিসেবে কর্মরত দেওয়ান নাঈম হোসেন (৩০) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত শ্রমিক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া গ্রামের মৃত. দেওয়ান আব্দুস সালামের ছেলে।
বৃহস্পতিবার বিকালে নাঈম হোসেনের বন্ধু লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ছয় মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদে পারি জমায়। সে বর্তমানে লরির চালক হিসেবে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশের সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে মারা যায়
।
সংসার জীবনে দেড় বছরের এক ছেলে সন্তানের জনক নাঈম। বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি মুঠোফোনে নাঈমের পরিবারকে নিশ্চিত করা হয় সৌদি আরবর রিয়াদ থেকে। এসময় পরিবারের স্বজনদের আহাজারিতে শোকে কাতর হয়ে যায় পুরো গ্রাম।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:মানিকগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত