মানিকগঞ্জে বৃহস্পতিবার থেকে ৬টি স্থানে উন্নয়ন মেলা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বৃহস্পতিবার থেকে ৭ উপজেলায় শুরু হচ্ছে  তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা।

এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন  জেলা প্রশাসন।

এতে জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার  ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ^াসসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জানানো হয়, মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, (বিজয় মেলা) মাঠ ছাড়াও বাকী ৬টি উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ৩ দিন ব্যাপী এ উন্নয়ন মেলা একযোগে উদ্ধোধন করা হবে।
মেলায় সরকারের ৯ বছরে সরকারের অর্জন ও উন্নয়ন সরাসরি জনগণকে সম্পৃক্ত করা হবে। প্রতিটি মেলার স্টলে সরকারী দপ্তর, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন বেসরকারী সংস্থাও অংশ গ্রহণ করবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আরো পড়ুুন