মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গোপনে গভীর রাতে গণজমায়েত করে বিয়ে করার দায়ে বর ও কনেকে ১৪ দিনের কেয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিয়ে সম্পাদনের কাজে সহায়তা করায় স্থানীয় এক ইউপি সদস্যকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্য রাতে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলা পাড়া গ্রামে।
কোয়ারেন্টাইনে থাকা বর হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার মৃত শাহজাহান এর পুত্র বর বাবুল (৩৬) এবং সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের কন্যা মৌসুমি আক্তার (২১)।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, বরাইদ গ্রামে গোপনে গণজমায়েত করে বিয়ে হচ্ছিল। এমন সংবাদ পেয়ে ঐ গ্রামে গিয়ে সত্যতা পাওয়া যায়। পৌছানোর পূর্বেই বিয়ে সম্পন্ন হয়ে যাওয়া এবং বর যেহেতু সাটুরিয়া উপজেলার বাহিরের, তাই সরকারি নিয়ম অনুযায়ী বর ও কনেকে কনের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অপরদিকে বিয়ের কথা প্রশাসনকে গোপন রাখা এবং বিয়ের কাজে সহায়তা করার দায়ে বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য ইসহাক আলীকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও আদায় করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ এপ্রিল ২০২০।