সাটুরিয়ায় আনসার ভিডিপির উদ্যোগে ধানকাটা কর্মসূচি উদ্বোধন

সাটুরিয়া প্রতিনিধি, ৩ জুন:

করোনার প্রার্দুভাবে সাটুরিয়া আনসার ভিডিপির উদ্যোগে দুস্থ কৃষকদের ধানকাটা কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে।

আনসার ভিডিপির মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী নির্দেশনায় বুধবার দুপুরে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামের এক দুস্থ কৃষককের ধান কেটে দিলেন সাটুরিয়া উপজেলা আনসার ভিডিপির সদস্যগণ।

এসময় সাটুরিয়া উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোসা. মেহেনাজ জান্নাত, প্রশিক্ষক ফিরোজা আফরোজ, প্রণতোষ ঘোষ উপস্তিত ছিলেন।

সাটুরিয়া উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোসা. মেহেনাজ জান্নাত বলেন, আমরা উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন কৃষকের বিনামূল্যে ধান কেটে দিব। তাছাড়া আমাদের আনসার ভিডিপির সদস্যদের নিয়ে প্রতিটি ইউনিয়নে একটি করে টিম গঠন করা হয়েছে। যে কোন কৃষক নাম মাত্র মূল্য দিয়ে আমাদের আনসার ভিডিপির সদস্যদের দিয়ে ধানকাটার কাজ করাতে পারবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ জুন ২০২০।

আরো পড়ুুন