সিংগাইরে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

 সিংগাইর প্রতিনিধি:  সিংগাইরে উপজেলা জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী বৃহস্পতিবার দুপুরে জামির্ত্তায় অনুষ্ঠিত হয়েছে।

ঈদ পূনর্মিলীনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান।

উপজেলা যুবসংহতি নেতা কাজী বশির উদ্দিন আহামেদ কুদ্দুসের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতিদ্বয় মোঃ নোয়াব আলী, মিলন হোসেন খান, সাধারন সম্পাদক অ্যাড. হাসান সাঈদ, জেলা যুবসংহতি সাধারন সম্পাদক কোহিনূর ইসলাম চুন্নু, সদর উপজেলার সাধারন সম্পাদক মোঃ মন্টু বিশ্বাস, সিংগাইর উপজেলার সহ-সভাপতিদ্বয় ফিরোজ হোসেন খান, মোঃ রফিকুল ইসলাম মালেক ও সাধারন সম্পাদক আব্দুস সালামসহ আরও অনেকে।

পরে বিভিন্ন দল থেকে এসএম আব্দুল মান্নানের কাছে প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

এতে মানিকগঞ্জ-২ আসনের নির্বাচনী এলাকার তৃনমূল পর্যায়ে জাতীয় পাটি ও তার অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী  ঈদ পূর্ণমিলনীতে অংশ গ্রহন করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন