মানিকগঞ্জে নৌকা প্রতীকে লড়বেন যারা

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের
৭টি উপজেলায় আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাতজন।
তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ১২৭ টি উপজেলা পরিষদ
নির্বাচনে দলীয় মনোনয়ন চুড়ান্ত করার লক্ষ্যে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
মনোনয়ন প্রাপ্তদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
 
মানিকগঞ্জে চুড়ান্ত মনোনীত সাত প্রার্থী হলেন মানিকগঞ্জ সদর উপজেলায় ইসরাফিল হোসেন, দৌলতপুরে নুরুল ইসলাম রাজা, ঘিওরে হাবিবুর রহমান, শিবালয়ে রেজাউর রহমান খান ,হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, সাটুরিয়ায় অ্যাডভোকেট
আব্দুল মজিদ ফটো এবং সিঙ্গাইরে শহিদুর রহমান।
অপরদিকে মানিকগঞ্জের সাত টি উপজেলায়
আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়নের খবর শনিবার গভীর রাতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম
সরগম হতে থাকে। নিজ সমর্থকরা অভিনন্দন জানাতে থাকে। অনেকেই রাতে ও রবিবার সকালে চেয়ারম্যান
প্রার্থীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ ফেব্রুয়ারী ২০১৯।
আরো পড়ুুন