শিবালয় প্রতিনিধি, ২১ ফেব্রুয়ারী: মানিকগঞ্জ জেলার ঢাকা- আরিচা মহা সড়কের শিবালয় উপজেলায় বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন। এঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঢাকা আরিচা মহসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাস ষ্টান্ডে ট্রাকের চাপায় আফছার আলী (৪৫) এবং একই উপজেলার উথুলী সংযোগ মোড়ে আরিচা গামী একটি বাসের চাপায় দোয়াত আলী (৫০) ঘটনা স্থলে নিহত হয়েছে।
আহত ২ জন কে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আফছার আলী ঘিওর উপজেলার আওরঙ্গবাদ গ্রামের মৃত ওহেদ আলীর পুত্র এবং দোয়াত আলী শিবালয় উপজেলার বড় বোয়ালি গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র।
বিষয়টি বরগংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইসচার্জ ইয়ামিন উদ দৌলা নিশ্চিত করে বলেন, এ খবর শুনে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ট্রাক ও বাস ফাঁড়িতে নিয়ে আসা হলেও চালকদের আটক করা যায় নি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ ফেব্রুয়ারী ২০১৯।
আরও পড়ুন: