মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে জেলা আইনজিবী সমিতির অডিটরিয়ামে শনিবার দুপুরে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ছাত্র সমাজের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন পাশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এস, এম আব্দুল মান্নান।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক হুমায়ন খান, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, দক্ষিণ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান, সহ- সভাপতি মোঃ নওয়াব আলী, সাধারণ সম্পাদক মোঃ হাসান সাইদ, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের যুগ্ন আইনবিষয়ক সম্পাদক এস,আর আনসারসহ আরও অনেকে।
মানিকগঞ্জ জেলা ছাত্র সমাজের বিশেষ বর্ধিত সভাটি সঞ্চলনা করেন মানিকগঞ্জ জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম তানজির।
সভায় জেলার ৭টি উপজেলার ছাত্র সমাজ, জাতীয় পার্র্টির বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ নেয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ুন: