শিক্ষিত বাঙালীর”গণহত্যা”র সজ্ঞা বড্ড পিচ্ছিল। বাঙালী গণহত্যার সনদ দেবার
আগে প্রথমেই দেখে রাজনীতি,তারপর দেখে এই গণহত্যা তার নিজ গোষ্ঠী,গোত্র,
বর্ণের বিরুদ্ধে ঘটেছে কিনা। যদি ঘটে তাহলে সে চিৎকার করে কাঁদবে,গণহত্যার
স্বীকৃতি দেবে।
অন্যথায় গণহারে হাজার হত্যাও তাদের সজ্ঞায় গণহত্যা নয়। এমন হত্যা কর্মজাত, পাপজাত মৃত্যু।
এসময় বাঙালী হয় চাঁদ,জোসনা দেখে কাল কাটায়,নয়তো নথি ঘেঁটে বিপরীতে তোপ দেগে “গণহত্যা”কেই গণকবর দিয়ে দেয়।
লেখা সাইফুদ্দিন আহম্মেদ এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১০ সেপ্টেম্বর/ ২০১৭।