মুন্নুর ১ম জানাযা বৃহস্পতিবার সকাল ১০ টায় অুনিষ্ঠত হবে


মোহাম্মদ হাসান
ফয়জী:  বিএনপির
সাবেক মন্ত্রী, চেয়ারপার্সন বেগম
খালেদা জিয়ার
উপদেষ্টা
মুন্নু গ্রুপ অব
ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান
হারুনার রশিদ
খান মুন্নুর ১ম জানাযা বৃহস্পতিবার সকাল ১০ টায় বিএনপির প্রধান
কার্যালয়ে অুনিষ্ঠত হবে।
জানাযা
ও দাফনের বিষয়টি নিষ্চিত করে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের এর জিএম মোঃ আব্দুল
আওয়াল বুলবুল জানান, তার

মরদেহ বৃহস্পতিবার
সকাল
থেকে
টা পর্যন্ত
ধানমন্ডির বাড়ী
নং ,
রোড নং
২৭ এর
নিজ বাসভবনে
রাখা হবে
সর্বস্তরের
জানসাধারণের দেখার জন্য।

এর পর 
বৃহস্পতিবার সকাল
১০ টার
দিকে নয়া
পল্টনের বিএনপির
কেন্দ্রীয় অফিসের
সামনে ১ম
জানাযা অুষ্ঠিত
হবে। সকাল
১১ টায়
জাতীয় সংসদ
ভবনের দক্ষিণ
প্লাজায় ২য়
জানাযাদুপর সাড়ে
১২ টায়
ধামরাইয়ের ইসলামপুরে
মন্নু সিরামিক
লিঃমাঠে ৩য়
জানাযা, দুপর
.৩০
মিনিটে মানিকগঞ্জ সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রী কলেজে মাঠে
৪র্থ জানাযা,
দুপর .৩০ মিনিটে মানিকগঞ্জ সরকারী দেবেন্দে কলেজ মাঠে ৫ম জানাযা, বিকাল
৩.৩০ টার দিকে
 হরিরামপুর
পাটগ্রাম উচ্চ
বিদ্যালয় মাঠে
৬ষ্ঠ  জানাযা,
বিকাল ৪.৩০ মিনিটে
মানিকগঞ্জের গিলন্ডের
মন্নু মেডিকেল
কলেজ মাঠে
৭ম জানাযা
শেষে  বিকাল সাড়ে
টার
দিকে মানিকগঞ্জের
মন্নু সিটির
পারিবারিক কবরস্থানে
দাফন সম্পন্ন
হবে বলে
সম্ভাব্য সময়
নির্ধারণ করা
হয়েছে

বুলবুল
আরও জানান, এর আগ মুন্নর বুধবার জানাযা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তার কণ্যা আফরোজা খান রিতা লন্ডন থেকে বাংলাদেশে পৌছাতে দেরি হওয়ায় আগের কর্মসূচি স্থগিত করে নতুন করে জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে হারুনার
রশিদ খান
মুন্নুর দাফনের
জন্য
তার নিজের প্রতিষ্ঠিত মসজিদের পাশে  পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য
মঙ্গলবার

ভোর
টার দিকে
হারুনার রশিদ
খান মুন্নু
তার গিলন্ড গ্রামের মুন্নু মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায়  বার্ধক্য জনিত
রোগে  ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর,
তিনি স্ত্রী
হুরুন নাহার, দুই মেয়ে ফিরোজা খান আফরোজা খান রিতাসহ
 অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে 





এ দিকে বিএনপির এই
বর্ষীয়ান নেতার মুন্নুর মৃত্যুতে মানিকগঞ্জে মঙ্গল, বুধ বৃহস্পতিবার তিন দিন শোক পালনের সিদ্ধান্ত বাস্তবায়ন
করচছন
জেলা বিএনপি
কর্মসূচির মধ্যে রয়েছে জেলা, উপজেলা এবং ইউনিয়ন শাখা দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, দলীয় পতাকা অর্ধনমিত কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং জেলা শহরের দলীয় কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর।

মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ (শিবালয়হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে অনায়াসে জিতেন। ২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ (সদরসাটুরিয়া) আসনেও জিতেন মুন্নু।  ২০০১ সালে বিএনপিজামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোন দপ্তর দেয়া হয়নি।

মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক  সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি

মানিকগঞ্জ২৪/ হা./ আগষ্ট/
২০১৭
আরো পড়ুুন