মোহাম্মদ হাসান ফয়জী: বিএনপির সাবেক মন্ত্রী, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নুর
জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে। মুন্নুর
লাশ বাহী এম্বুলেন্স হরিরামপুরে ৬ষ্ঠ জানাযা শেষে বৃহস্পতিবার বিকাল
৫.৪০ দিকে মানিকগঞ্জের গিলন্ডের মন্নু মেডিকেল কলেজ মাঠে যাওয়ার
পথে আছে।
জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে। মুন্নুর
লাশ বাহী এম্বুলেন্স হরিরামপুরে ৬ষ্ঠ জানাযা শেষে বৃহস্পতিবার বিকাল
৫.৪০ দিকে মানিকগঞ্জের গিলন্ডের মন্নু মেডিকেল কলেজ মাঠে যাওয়ার
পথে আছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায়
মুন্নুর লাশ নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে
নেওয় হয়। সেখানে
১ম জানাযা অুষ্ঠিত হয়। সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় জানাযার
পর দুপর সাড়ে ১২ টায় ধামরাইয়ের ইসলামপুরে মুন্নু সিরামিক লিঃ
মাঠে ৩য় জানাযা অনুষ্ঠিত
হয়।
মুন্নুর লাশ নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে
নেওয় হয়। সেখানে
১ম জানাযা অুষ্ঠিত হয়। সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় জানাযার
পর দুপর সাড়ে ১২ টায় ধামরাইয়ের ইসলামপুরে মুন্নু সিরামিক লিঃ
মাঠে ৩য় জানাযা অনুষ্ঠিত
হয়।
সাটুরিয়া
বিএনপি নেতা কর্মীরা মটর সাইকেল বহর নিয়ে তার লাশ গ্রহণ করতে ইসলামপুর যান। সেখান
থেকে লাশ বাহী এম্বুলেন্স নিয়ে দুপুর ১.৩০ মিনিটে সাটুরিয়া সৈয়দ
কালুশাহ ডিগ্রী কলেজে মাঠে এসে পৌছায়।
বিএনপি নেতা কর্মীরা মটর সাইকেল বহর নিয়ে তার লাশ গ্রহণ করতে ইসলামপুর যান। সেখান
থেকে লাশ বাহী এম্বুলেন্স নিয়ে দুপুর ১.৩০ মিনিটে সাটুরিয়া সৈয়দ
কালুশাহ ডিগ্রী কলেজে মাঠে এসে পৌছায়।
তার নির্বাচনী আসনের সাটুরিয়ার ৯টি ইউনিয়ন
ছাড়াও ধামরাই, মির্জাপুর এলাকার হাজার হাজার মানুষ সাটুরিয়া মাঠে জড়ো হয় তার জানাযার নামাযে
অংশ নিতে।
ছাড়াও ধামরাই, মির্জাপুর এলাকার হাজার হাজার মানুষ সাটুরিয়া মাঠে জড়ো হয় তার জানাযার নামাযে
অংশ নিতে।
সাটুরিয়া কলেজ মাঠে জানাযা শেষে উপজেলা
বিএনপি, যুবদল ও ছাত্রদল পৃথকভাবে তার মরদেহে ফুল দিয়ে সম্মান জানান। পরে মুন্নুর কণ্যা
জেলা বিএনপির সভানেত্রী আফরোজা খান রিতা তার বাবার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় অন্যা্ন্য নেতাকর্মীরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।
বিএনপি, যুবদল ও ছাত্রদল পৃথকভাবে তার মরদেহে ফুল দিয়ে সম্মান জানান। পরে মুন্নুর কণ্যা
জেলা বিএনপির সভানেত্রী আফরোজা খান রিতা তার বাবার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় অন্যা্ন্য নেতাকর্মীরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।
জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুদল
কুদ্দুছ খান মজলিশ মাখন জানান, নেতার জানাযায় প্রায় ৩ হাজার লোক অংশ গ্রহন করেন।
কুদ্দুছ খান মজলিশ মাখন জানান, নেতার জানাযায় প্রায় ৩ হাজার লোক অংশ গ্রহন করেন।
সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রী
কলেজে মাঠে ৪র্থ জানাযা শেষে, দুপর ২.৩০ মিনিটে মানিকগঞ্জ সরকারী
দেবেন্দে কলেজ মাঠে ৫ম জানাযা, বিকাল ৩.৩০ টার দিকে হরিরামপুর পাটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ জানাযা শেষে মুন্নুর লাশ বাহী
এম্বুলেন্স বৃহস্পতিবার বিকাল ৫.৪০ দিকে মানিকগঞ্জের গিলন্ডের মন্নু মেডিকেল কলেজ মাঠে যাওয়ার পথে আছে।
কলেজে মাঠে ৪র্থ জানাযা শেষে, দুপর ২.৩০ মিনিটে মানিকগঞ্জ সরকারী
দেবেন্দে কলেজ মাঠে ৫ম জানাযা, বিকাল ৩.৩০ টার দিকে হরিরামপুর পাটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ জানাযা শেষে মুন্নুর লাশ বাহী
এম্বুলেন্স বৃহস্পতিবার বিকাল ৫.৪০ দিকে মানিকগঞ্জের গিলন্ডের মন্নু মেডিকেল কলেজ মাঠে যাওয়ার পথে আছে।
মানিকগঞ্জ সরকারী দেবেন্দে কলেজ
মাঠে ৫ম জানাযায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
আব্দুস সালাম ছাড়াও আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা অংশ নেয়।
মাঠে ৫ম জানাযায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
আব্দুস সালাম ছাড়াও আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা অংশ নেয়।
সেখানে ৭ম জানাযা শেষে বিকাল মুন্নু সিটির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন আফরোজা খান রিতার ব্যক্তিগত
সহকারী রেজউল করিম রেজা।
সহকারী রেজউল করিম রেজা।
উল্লেখ্য
মঙ্গলবার
ভোর ৫
টার দিকে
হারুনার রশিদ
খান মুন্নু
তার গিলন্ড গ্রামের মুন্নু মেডিকেল
কলেজে চিকিৎসাধীন
অবস্থায় বার্ধক্য জনিত
রোগে ইন্তেকাল করেন।
মঙ্গলবার
ভোর ৫
টার দিকে
হারুনার রশিদ
খান মুন্নু
তার গিলন্ড গ্রামের মুন্নু মেডিকেল
কলেজে চিকিৎসাধীন
অবস্থায় বার্ধক্য জনিত
রোগে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার
বয়স হয়েছিল
৮৮ বছর, তিনি স্ত্রী হুরুন নাহার,
দুই মেয়ে
ফিরোজা খান
ও আফরোজা
খান রিতাসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে
গেছে।
বয়স হয়েছিল
৮৮ বছর, তিনি স্ত্রী হুরুন নাহার,
দুই মেয়ে
ফিরোজা খান
ও আফরোজা
খান রিতাসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে
গেছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ আগষ্ট/
২০১৭।
২০১৭।