মোহাম্মদ হাসান ফয়জী: বিএনপির সাবেক মন্ত্রী, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নু কে তার নির্মিত মসজিদের পাশেই সমাহিত করা হচ্ছে। বৃহস্পতিবার
সন্ধা সোয়া ৬ টার দিকে গিলন্ডের মন্নু মেডিকেল কলেজ মাঠে ৭ম জানাযা ও তাকে সমাহিত
করার প্রস্তুতি চলছে।
সন্ধা সোয়া ৬ টার দিকে গিলন্ডের মন্নু মেডিকেল কলেজ মাঠে ৭ম জানাযা ও তাকে সমাহিত
করার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্নু
সিরামিক ইন্ডাস্ট্রিজের এর জিএম মোঃ আব্দুল আওয়াল বুলবুল।
সিরামিক ইন্ডাস্ট্রিজের এর জিএম মোঃ আব্দুল আওয়াল বুলবুল।
বৃহস্পতিবার সকাল ১০ টায়
মন্নুর লাশ নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে
নেওয় হয়। সেখানে
১ম জানাযা অুষ্ঠিত হয়। সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় জানাযার
পর দুপর সাড়ে ১২ টায় ধামরাইয়ের ইসলামপুরে মন্নু সিরামিক লিঃ
মাঠে ৩য় জানাযা অনুষ্ঠিত
হয়। সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রী কলেজে মাঠে ৪র্থ জানাযা
শেষে, দুপর ২.৩০ মিনিটে
মানিকগঞ্জ সরকারী দেবেন্দে কলেজ মাঠে ৫ম জানাযা, বিকাল ৩.৩০ টার দিকে হরিরামপুর পাটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ
জানাযা শেষে
মুন্নুর লাশ বৃহস্পতিবার সন্ধা সোয়া ৬ টার দিকে মানিকগঞ্জের গিলন্ডের মন্নু মেডিকেল কলেজ মাঠে রাখা হয়েছে।
মন্নুর লাশ নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে
নেওয় হয়। সেখানে
১ম জানাযা অুষ্ঠিত হয়। সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় জানাযার
পর দুপর সাড়ে ১২ টায় ধামরাইয়ের ইসলামপুরে মন্নু সিরামিক লিঃ
মাঠে ৩য় জানাযা অনুষ্ঠিত
হয়। সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রী কলেজে মাঠে ৪র্থ জানাযা
শেষে, দুপর ২.৩০ মিনিটে
মানিকগঞ্জ সরকারী দেবেন্দে কলেজ মাঠে ৫ম জানাযা, বিকাল ৩.৩০ টার দিকে হরিরামপুর পাটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ
জানাযা শেষে
মুন্নুর লাশ বৃহস্পতিবার সন্ধা সোয়া ৬ টার দিকে মানিকগঞ্জের গিলন্ডের মন্নু মেডিকেল কলেজ মাঠে রাখা হয়েছে।
মুন্নুর ৭ম ও শেষ জানাযা পড়ার জন্য আগে
থেকেই মন্নু মেডিকেল কলেজ মাঠে
তার এলাকার হাজার হাজার মানুষসহ প্রিয় প্রতিষ্ঠান মন্নু মেডিকেল
কলেজের ছাত্র- ছাত্রী, ষ্টাফরা জড়ো হয়।
থেকেই মন্নু মেডিকেল কলেজ মাঠে
তার এলাকার হাজার হাজার মানুষসহ প্রিয় প্রতিষ্ঠান মন্নু মেডিকেল
কলেজের ছাত্র- ছাত্রী, ষ্টাফরা জড়ো হয়।
শেষ খবর পাওয়া পযন্ত বৃহস্পতিবার সন্ধা
৬.১৮ মিনিট পযন্ত মুন্নুর ৭ম জানাযা পড়ার প্রস্তুতি চলছে।
৬.১৮ মিনিট পযন্ত মুন্নুর ৭ম জানাযা পড়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য
মঙ্গলবার
ভোর ৫
টার দিকে
হারুনার রশিদ
খান মুন্নু
তার গিলন্ড গ্রামের মুন্নু মেডিকেল
কলেজে চিকিৎসাধীন
অবস্থায় বার্ধক্য জনিত
রোগে ইন্তেকাল করেন।
মঙ্গলবার
ভোর ৫
টার দিকে
হারুনার রশিদ
খান মুন্নু
তার গিলন্ড গ্রামের মুন্নু মেডিকেল
কলেজে চিকিৎসাধীন
অবস্থায় বার্ধক্য জনিত
রোগে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার
বয়স হয়েছিল
৮৮ বছর, তিনি স্ত্রী হুরুন নাহার,
দুই মেয়ে
ফিরোজা খান
ও আফরোজা
খান রিতাসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে
গেছে।
বয়স হয়েছিল
৮৮ বছর, তিনি স্ত্রী হুরুন নাহার,
দুই মেয়ে
ফিরোজা খান
ও আফরোজা
খান রিতাসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে
গেছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ আগষ্ট/
২০১৭।
২০১৭।