মানিকগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আন্তঃ উপজেলা বাস সার্ভিস বন্ধ করার জন্য সকাল সন্ধা পরিবহন ধর্মঘটের ঢাক দিয়েছিলো মানিকগঞ্জ মালিক- শ্রমিক ঐক্য পরিষদ।

রবিবার হঠাৎ করে পূর্ব ঘোষনা ছাড়া পরিবহন ধর্মঘট ঢাকায়  হাজার হাজার যাত্রওীরা চরম দূর্ভোগে পড়ে যায়। সাধারন যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মানিকগঞ্জ জেলা  শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান তার লোকবল নিয়ে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকার টার্মিনাল দখল করার চেষ্টা করে। এর প্রতিবাদে মানিকগঞ্জে রবিার সকাল সন্ধ্যার পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিলো কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন।

মানিকগঞ্জে হঠাৎ পরিবহন ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে

আরো পড়ুুন