মানিকগঞ্জে ৩৫ লক্ষ টাকার মালামালসহ ৪ ডাকাত আটক

মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ এপ্রিল.

লুট হওয়া প্রায় ৩৫ লক্ষ টাকার বিভিন্ন ধরনের ব্যাটারী ও একটি হায়েচ মাইক্রোবাসসহ ৪ ডাকাতকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকার চেকপোস্টে গাড়ী তল্লাশী করা হয়।

এসময় ঢাকা গামী সাদা রংঙ্গের একটি প্রাইভেটসহ বিপুল পরিমান ব্যাটারীসহ ওই হায়েচটি জব্দ করা হয়। গাড়ী তল্লাশির সময় ড্রাইভার সম্রাটক রেখে বাকি ৩ ডাকাত সদস্য পালিয়ে যায়।

পরে আটক চালব সম্রাটর দেওয়া তথ্যমতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকি ৩ ডাকাত কে আটক করা হয়। হায়েচ মাইক্রোবাস থেকে উদ্ধার হওয়া ওইসব ব্যাটারীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার।

আটক ডাকাতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকার সোরহাব হোসেনের পুত্র সম্রাট (২৬), রংপুরের গঙ্গাচর উপজেলার চেংমারী এলাকার মৃত মোজাম্মেল হোসেনের পুত্র কামাল হোসেন (৩৫), মাদারীপুরের শিবচর উপজেলার বাছামারা এলাকার মৃত চান মিয়ার পুত্র সোলাইমান হোসেন (৪২) এবং পাবনা জেলার সুজানগর থানার সাগরকান্দি গ্রামের মৃত জলিল শেখের পুত্র শাহ আলম শেখ (৫০)।

আটক ডাকাতদের  আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ এপিল ২০১৮।
অরও পড়ুন:

মানিকগঞ্জে মোবাইলে নকলের দায়ে ৪ পরীক্ষার্থী বহিস্কার

আরো পড়ুুন