সিংগাইর প্রতিনিধিঃ সিংগাইর পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র শনিবার চলমান এইচএসসি পরিক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করার দায়ে ৪ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হচ্ছে-সোহল রানা , সুমি আক্তার , রাফিজা আক্তার ও শিখা আক্তার। এরা সকলেই সিংগাইর কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ২ শিক্ষককে অব্যহতিসহ ৫ শিক্ষককে শোকজ করা হয়েছে।
বিষয়টি সিংগাইর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ নূরুদ্দিন নিশ্চিত করেছেন।
বহিস্কৃত পরিক্ষার্থী সোহেল রানার কাছ থেকে একটি অত্যাধুনিক মোবাইল সেট উদ্ধারসহ তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার রাজনগর গ্রামের আবুল কাশেমের পুত্র।
পরীক্ষা কেন্দ্রের ১১১ নং কক্ষে দায়িত্ব থাকা ২ শিক্ষক- মজিরন উচ্চ বিদ্যালয়ের জি, এম আমিনূল ইসলাম ও সিংগাইর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ছানোয়ার হোসেনকে দায়িত্ব অবহেলার কারণে পরিক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
অপর দিকে, ৫ শিক্ষককে শোকজ করা হয়েছে । এরা হলেন-ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামিউল, তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইউসুফ আলী, জামির্ত্তা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কোহিনূর ইসলাম ,চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা রানী সরকার ও চর জামালপুর ইসলামিয়ার মাদ্রাসার শিক্ষক হারুন-অর রশিদ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ এপ্রিল ২০১৮।
আরও পড়ুন: