মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ মার্চ.
মানিকগঞ্জে উচ্চ মাধ্যমিকের ইংরেজী দ্বিতীয় পত্র পরিক্ষায় স্মার্ট ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে নকলের দায়ে ৪ ছাত্রকে বহিস্কার করা হয়েছে।
শনিবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে সরকারী দেবেন্দ্র কলেজের ১০৯ কক্ষ থেকে তিনটি স্মার্ট ফোনসহ তাদেরকে আটক করা হয়। পরে মোবাইলের মাধ্যমে নকলের বিষয়টি নিশ্চিত হলে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার তাদের বহিস্কার করেন।
আটক পরীক্ষার্থীরা হল শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ছাত্র সাগর শিকদার, নন্দনকুমার বিশ্বাস, আতিকুর রহমান এবং জাহিদ ইকবাল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ ছাত্ররা স্মার্ট ফোন দিয়ে ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে ছড়িয়ে দেয় এবং একই ভাবে উত্তর সংগ্রহ করে নকল করতেছিলো।
এমন খবর পেয়ে তাদের মোবাইল ফোন জব্দ করে নকলের সত্যতা মিলে। পরে তাদেরকে বহিস্কার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, আটক ৪ পরীক্ষার্থীদের আইনি পক্রিয়া চলছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ এপিল ২০১৮।
আরও পড়ন: