স্বাস্থ্যমন্ত্রীকে কুটুক্তির প্রতিবাদে সাটুরিয়ায় আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

সাটুরিয়া প্রতিনিধি, ২২ এপ্রিল:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিষ্ট্রার সুমন কুটুক্তি ও বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ।

বুধবার সকাল ১১ টার দি কে সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার মাষ্টার, হরগজ ইউপি আনোয়ার হোসেন খান জ্যোতি, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওয়াদুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্¥ সম্পাদক মো. গোলাম হোসেন, আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আনম জহিরুদ্দিন মিঠু,  সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র লীগের সাধারন সম্পাদক গোলাম মওলা ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, গণপ্রজান্ত্রী বাংলাশে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন এমপি ও তার পরিবারের সদস্য নিয়ে কতিপয় পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছেন। তাছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিষ্ট্রার সুমনসহ অন্যান্য ব্যাক্তি কুটুক্তি করে জনগণকে বিভ্রান্ত করছে। এই ধরনের মিথ্যা সংবাদ ও ফেসবুকে কটুক্তি করার তিব্র প্রতিবাদ জানাই।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ এপ্রিল ২০২০।

আরো পড়ুুন