মানিকগঞ্জ প্রতিনিধি, ১৪ নভেম্বর:
আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে বিশ^ ডায়াবেটিস দিবস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়াবেটিস সমিতির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এসময় অন্যান্যের মধ্যে ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস নীনা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ডায়াবেটিস সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ নভেম্বর।