প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্রড ব্যান্ড সংযোগ দেওয়া হবে- সুশান্ত কুমার সাহা

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা বলেছেন আগামী এক বছরের মধ্যে প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্রড ব্যান্ড সংযোগ দেওয়া সম্পন্ন করা হবে। মানিকগঞ্জেও হাইটেক পার্ক নিমাণ করা হবে। আগামী দিনে ডিজিটাল সেন্টার বন্ধ করে যাতে আপনাদের প্রশিক্ষণ দিতে না হয়, সেজন্য সেন্টার বসেই উন্নত মানের প্রশিক্ষণের ব্যাবস্থা করা হবে। তিনি মঙ্গলবার বিকালে মানিকগঞ্জ সার্কিট হাউজের মিলনায়তনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের ইনফোলিডার তৈরিতে পশিক্ষণ কর্মশালর সমাপনি অনুষ্ঠানে এসব কথা বলেন।

তৃণমূলের তথ্যজানালা নামক ৩ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইসিটি বিভাগের কমিউনিকেশন কনসালটেন্ট অজিত কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল হোসেন, প্রশিক্ষণ ও কোর্স সমন্বয়ক প্রতীক মাহমুদ, সহকারী প্রোগ্রামার সজীব চৌধুরী, উদ্যোক্তা ফোরামের সভাপতি এনায়েত করিম টিটু।

৩ দিন ব্যাপি এ কর্মশালায় জেলার ৭ টি উপজেলার ৬৫ টি ইউনিয়নের পুরুষ ও মহিলা উদ্যোক্তারা অংশ গ্রহণ করে। পরে প্রধান অতিথি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মাঝে সনদ প্রধান করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ুন:

মানিকগঞ্জে জুয়েলার্সের ডাকাতির ঘটনায় মালামালসহ আটক ৭

আরো পড়ুুন