মানিকগঞ্জ২৪ প্রতিনিধি : জেলার হরিরামপুরের গোপিনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পদ্মা নদী ভাঙ্গন এলাকায় মঙ্গলবার দুপুরে বিএনপি ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেছে।
হরিরামপুর উপজেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভানেত্রী আফরোজা খান রিতার তত্তাবধানে এই ত্রান সামগ্রী দেওয়া হয়।
এ উপলক্ষে বাহাদুর পুর্ব বাজার প্রাঙ্গনে পথ সভার আয়োজন করা হয়। এতে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
এসময় অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি রজাতীয় কার্যনির্বাহী সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এজিন্নাহ্ কবির, জেলা বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি এ্যাডভোকেট মোকসেদুর রহমান, সহ-সভা পতি আব্দুল বাতেন মিয়া, জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন টুকু, সাবেক মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শরিফ ফেরদৌস, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মেস্তাাফিজুর রহমান প্রিন্স, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সহ আরও অনেকে।
ঐসব এলাকায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রধান করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ন: